ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্বাভাবিক হয়েছে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ। ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার চার ঘণ্টা পর ১২টা ৪০ মিনিটে স্বাভাবিক হয় রেল যোগাযোগ। কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. মুহিব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টায় সিলেট থেকে ছেড়ে আসা তেলবাহী একটি ট্রেনের বগিচ্যুত হয়ে ঢাকা-চট্টগ্রামসহ সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। মৌলভীবাজারের কুলাউড়ার ভাটেরা স্টেশন এবং ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও স্টেশনের মাঝামাঝি মোমিনছড়া চা-বাগান এলাকায় লাইনচ্যুত হয়।

সিলেট রেলওয়ে স্টেশন সূত্র জানায়, আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ৯৫২ নম্বর চট্টগ্রাম অভিমুখী তেলবাহী খালি ট্রেনটি সিলেটের মাইজগাঁও স্টেশন পার হয়ে ভাটেরা রেলস্টেশনের কাছে পৌঁছালে একটি খালি বগির আটটি চাকা হঠাৎ লাইনচ্যুত হয়। তেলবাহী এ ট্রেনটি সিলেটে জ্বালানি তেল দিয়ে খালি ওয়াগন নিয়ে চট্টগ্রাম ফিরছিল। দুর্ঘটনায় ট্রেনের বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

সিলেট রেলস্টেশন ম্যানেজার খলিলুর রহমান জানান, সিলেটের মাইজগাঁও স্টেশন অতিক্রম করে কুলাউড়ার ভাটেরা রেলস্টেশনের কাছে পৌঁছালে তেলবাহী ট্রেনের একটি খালি ওয়াগন হঠাৎ লাইনচ্যুত হয়। রিলিফ ট্রেন এসে রেললাইন মেরামতের পর যোগাযোগ স্বাভাবিক হয়।

কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. মুহিব উদ্দিন বলেন, দুর্ঘটনার পর পরই উদ্ধারকারী ট্রেনকে খবর দেওয়া হয়। এটি ঘটনাস্থলে এসে রেললাইন মেরামতের পর বেলা ১২টা ৪০ মিনিটে স্বাভাবিক হয় যোগাযোগ।

আনন্দবাজার/ডব্লিউ এস 

সংবাদটি শেয়ার করুন