ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

গাজীপুর সদর থানার ওসি আফজাল হোসেন ক্লোজ

গাজীপুরের জয়দেবপুর সদর থানার (তদন্ত) পুলিশ পরিদর্শক আফজাল হোসেনকে জেলা পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। গাজীপুর জেলা পুলিশের দায়িত্বশীল একটি সূত্র সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তবে কি কারণে তাকে ক্লোজ করা হয়েছে এ বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

গত ৩১ মে গাজীপুরে তিন সাংবাদিককে আটক করার পর তথ্য প্রযুক্তি ডিজিটাল নিরাপত্তা আইনে তাদেরকে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়। সম্প্রতি ওই তিন সাংবাদিক ৯১দিন কারা ভোগ করার পর নির্যাতনের বর্ণনা দিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

বর্ণনা থেকে জানা যায়, থানা হেফাজতে থাকা ঐ তিন সাংবাদিককে মধ্যযুগীয় কায়দায় তাদেরকে নির্যাতন করেন পুলিশ পরিদর্শক আফজাল হোসেনসহ কয়েকজন পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নির্যাতনের বর্ণনা দেওয়ায় সাংবাদিক মহল ও অন্যান্য সচেতন ব্যক্তিরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

অনেকে ধারণা করছেন, সংবাদ সংক্রান্ত বিষয়ে নির্যাতনের কারণে আফজাল হোসেনকে ক্লোজ করা হয়েছে। দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে তদন্তের স্বার্থে আপাতত তাকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।

আনন্দবাজার/শাহী/মিলন

সংবাদটি শেয়ার করুন