ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

গাজীপুরে ৪০০ বাড়ীর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

গাজীপুরের কলমেশ্বর, বোর্ড বাজার ও গাছা থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসন। এসময় আড়াই কিলোমিটার এলাকার ৪০০টি বাড়ির ৭০০ টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। রবিবার (১৩ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানা ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।

জানা যায়, গাজীপুর এর অবৈধ গ্যাস সংযোগ প্রদানকারী তিতাসের ব্লাকলিস্টভুক্ত দুই হোতাকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। তাদের অফিসে অভিযান চালিয়ে বিপুল পরিমানে গ্যাস সংযোগ পেতে ইচ্ছুক গ্রাহকের ফরম, তিতাসের ফরম ও কাগজপত্র, বিভিন্ন দপ্তরের দায়িত্বশীল কর্মকতাদের সিল, অসংখ্য মোবাইল সিম কার্ডসহ নানা সামগ্রী পাওয়া যায়।

এ সময় গ্যাস আইন ২০১০ এর ১০(১) ও ১২(১) ধারায় ৫ টি মামলায় পঁচাত্তর হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং তাদের নামে নিয়মিত মামলা করার জন্য গাছা থানার ওসিকে নির্দেশ দেয়া হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় তিতাস গ্যাস, মেট্রোপলিটন পুলিশ এবং ব্যাটালিয়ন আনসার সহযোগিতা করেন।

আনন্দবাজার/শাহী/মিলন

সংবাদটি শেয়ার করুন