ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে জবি শিক্ষার্থীর মৃত্যু

সম্প্রতি টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের (১৩ ব্যাচ) ইমরান পাভেল নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালের দিকে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হসপিটালে (মিডফোর্ড) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। তার বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জের উপজেলায়।

তার বন্ধুদের সূত্রে জানা যায়, গত ৭ দিন ধরে টাইফয়েড জ্বরে আক্রান্ত ছিলো সে। এছাড়াও হার্টের সমস্যা ছিলো তার। টিউশনি করার জন্য করোনার মধ্যেই ঢাকায় চলে আসে। সেখান থেকেই টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়।

এ ব্যাপারে ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. গোলাম মোস্তফা বলেন, “করোনার কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীর মারা যাওয়ার ব্যাপারটি আমি জানতে পারিনি, তবে তার মৃত্যুতে আমরা গভীভাবে শোকাহত। আমি তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং তার পরিবারের কোন ধরণের সাহায্য প্রয়োজন হলে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের সহযোগিতা করার চেষ্টা করবো।”

আনন্দবাজার/শাহী/সাইদ

সংবাদটি শেয়ার করুন