ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের পদত্যাগ

চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টেরি ব্রানস্ট্যান্ড পদত্যাগ করেছেন। বেইজিং এর সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কে অবনতি ঘটার পর এই কূটনীতিক তার পদ থেকে সরে দাঁড়ান। আজ সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এ কথা জানান।

পম্পেও এক টুইট বার্তায় লিখেছেন, গণপ্রজাতন্ত্রী চীনে গত তিন বছরের বেশি সময় ধরে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে আমেরিকান জনগণকে যে সেবা দিয়েছেন, টেরি ব্রানস্ট্যান্ড এজন্য তাকে ধন্যবাদ জানাই।

২০১৭ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রদূত ব্রানস্ট্যাডকে বেছে নিয়েছেন কারণ চীনের সঙ্গে তার দীর্ঘ কয়েক দশক অভিজ্ঞতা রয়েছে। কারণ তিনি প্রশাসনের প্রতিনিধিত্ব করতে এবং এই গুরুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে মার্কিন স্বার্থ ও আদর্শকে রক্ষা করার জন্য সেরা ব্যক্তি ছিলেন।

তবে কি কারণে ব্রানস্ট্যান্ড পদত্যাগ করেছেন বা তার উত্তরসূরি কে হবেন সে বিষয়ে এখনও কিছু জানাননি পম্পেও।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন