প্রতিদিনই ভারতে প্রায় রেকর্ড গড়ে বাড়ছে নভেল করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এই পরিস্থিতিতে ভ্যাকসিনের আশায় প্রহর গুণছে ভারত। তবে পার্শ্বপ্রতিক্রিয়ার খবর আসাতে অ্যাস্ট্রাজেনেকা-অক্সফোর্ড ভ্যাকসিনের ট্রায়াল বন্ধ হয় ভারতে।
গতকাল রবিবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডা. হর্ষবর্ধন বলেন, আগামী বছরের শুরুর দিকে ভারতে করোনাভাইরাসের ভ্যাকসিন পাওয়া যাবে। ঝুঁকিপূর্ণ অবস্থার জন্য টিকা তৈরির জরুরি অনুমোদনের কথা বিবেচনা করা হচ্ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে জনগণের একাধিক প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রয়োজন হলে, ভ্যাকসিনের সুরক্ষার বিষয়ে জনসাধারণের উদ্বেগ নিরসনে তিনি টিকার প্রথম শট নেবেন।
আনন্দবাজার/টি এস পি