ঢাকা | সোমবার
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কাপ্তাই উপজেলায় সেলাই মেশিন বিতরণ

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে কাপ্তাই উপজেলায় দুস্থ ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং রাঙ্গামাটি পার্বত্য জেলা সাংসদ দীপংকর তালুকদার। 
এইসময় রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমার সভাপতিত্বে এবং কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালননায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য সান্তনা চাকমা, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল সহ বিভিন্ন ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ দীপঙ্কর তালুকদার বলেন, একজন মহিলা আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে নিজেও স্বাবলম্বী হবে এবং সেইসাথে তার পরিবার তথা সমাজসহ সকলেই স্বাবলম্বী হবে। এবং তিনি বলেন, উক্ত সেলাই মেশিন তাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি, নিজেদের স্বাবলম্বী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আনন্দবাজার/শহক/অর্ল্লি

সংবাদটি শেয়ার করুন