গতকাল রবিবার বিশ্বে একদিনে রেকর্ড সর্বোচ্চ ৩ লাখ ৭ হাজার ৯৩০ জন রোগী শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে এই পরিস্থিতিতেও বিধিনিষেধ তুলে নিয়ে সব স্বাভাবিক করে দিয়েছে বেশিরভাগ দেশ।
ডব্লিউএইচও’র তথ্যানুযায়ী, রবিবার রেকর্ড সর্বোচ্চ সংক্রমণের দিনে সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হয়েছে ভারত, যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে। এছাড়া গতকাল বিশ্বজুড়ে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ হাজার ৫৩৭ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ১৭ হাজার ৪১৭ জন।
গতকাল রবিবার ভারতে সর্বোচ্চ করোনায় আক্রান্ত হয়েছেন ৯৪ হাজার ৩৭২ জন। এরপর সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে, যথাক্রমে ৪৫ হাজার ৫২৩ জন ও ৪৩ হাজার ৭১৮ জন।
গতকাল বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩১ জন। এবং নতুন শনাক্ত হয়েছেন ১৪৭৬ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা তিন লাখ ৩৭ হাজার ৫২০ জন। এ দিন নতুন করে সুস্থ হয়েছেন ২৩৭২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৪০ হাজার ৬৪৩ জন। এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত ৪৭৩৩ জন।
আনন্দবাজার/টি এস পি

