ঢাকা | শুক্রবার
২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রতিরক্ষা চুক্তি সই করেছে যুক্তরাষ্ট্র-মালদ্বীপ

মালদ্বীপের সাথে প্রতিরক্ষা সহযোগিতা অবকাঠামো চুক্তি সই করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। পেন্টাগনের ঘোষণায় বলা হয়, কৌশলগত ভারত মহাসাগরে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সহায়তায় তারা অঙ্গীকারাবদ্ধ।

ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান উপস্থিতির মোকাবেলায় অঞ্চলটিতে শক্তিশালী জোট গঠন করতে চাচ্ছে ট্রাম্প প্রশাসন। চলতি মাসের ১০ তারিখে ফিলাডেলফিয়ায় এই প্রতিরক্ষা ও নিরাপত্তা সম্পর্কের অবকাঠামো সই হয়। এতে সাক্ষর করেব যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিষয়ক দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার মার্কিন এশিয়ার ডিপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রিড ওয়ার্নার এবং মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রী মারিয়া দিদি।

পেন্টাগন জানায়, ভারত মহাসাগরে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে সহায়তা ও গভীর অঙ্গীকার থেকে সামনে এগিয়ে যাওয়ার জন্য এই অবকাঠামো চুক্তি।

চুক্তি সই পরবর্তী আলোচনায় মারিয়া দিদি জানান, দুই দেশের মধ্যে এই অবকাঠামো চুক্তি প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতাকে আরও শক্তিশালী করবে।
তিনি আরও বলেন, দস্যুতা, সহিংসতা, সহিংস উগ্রবাদ, সন্ত্রাসবাদ, অবৈধ বাণিজ্যসহ ক্রমাগত আন্তঃদেশীয় হুমকির প্রেক্ষাপটে এই চুক্তি করা হয়েছে। ফলে করোনা মহামারীর মধ্যেও ওই চুক্তি প্রাসঙ্গিক।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন