ঢাকা | মঙ্গলবার
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পেঁয়াজের মূল্য বাড়িয়ে দিয়েছে ভারতীয় ব্যবসায়ীরা

হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে বাংলাদেশে রফতানি করা পেঁয়াজের মুল্য বাড়িয়ে দিয়েছে ভারতীয় ব্যবসায়ীরা। প্রকারভেদে প্রতিটন পেঁয়াজ ১৫০ থেকে ২৫০ ডলারে রফতানি করলেও বর্তমানে তা ৩শ থেকে ৪২০ ডলার নির্ধারণ করে দেয়া হয়েছে।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক মোবারক হোসেন জানান, দেশের মোট চাহিদার বেশিরভাগ পেঁয়াজ হিলি স্থলবন্দর দিয়ে আমদানি হয়ে থাকে। দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখতে ও দাম নিয়ন্ত্রণে রাখতে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। তবে দেশের মতো ভারতেরও বিভিন্ন প্রদেশে বন্যা হওয়ার কারণে পেঁয়াজের সরবরাহ কম। তাই দুসপ্তাহ ধরেই ভারতে পেঁয়াজের বাজার উর্ধ্বমুখী। এ কারণে দেশের বাজারেও পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। এর ওপর গত বুধবার থেকে ভারতীয় ব্যবসায়ীরা পেঁয়াজের রফতানি মূল্য বাড়িয়ে দিয়েছেন যা গতকাল বৃহস্পতিবার থেকে কার্যকর করা হয়েছে।

মোবারক হোসেন বলেন, আগে প্রতিটন পেঁয়াজ প্রকারভেদে ১৫০ থেকে ২৫০ ডলারে রফতানি করলেও বর্তমানে তা ৩শ থেকে ৪শ ডলার নির্ধারণ করে দিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা। এর নিচে কোনো এলসি গ্রহণ করছেন না তারা, তবে সরকারিভাবে কোনো মূল্য নির্ধারণ করা হয়নি।

দিনাজপুরের হিলি স্থলবন্দরে বর্তমানে প্রতিকেজি পেঁয়াজ প্রকারভেদে ৩৮ থেকে ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন