ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শ্রমিকদের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দরে কনটেইনার পরিবহন বন্ধ

কারণ ছাড়া ৩৬ জন শ্রমিককে চাকরিচ্যুত করার প্রতিবাদে চলছে কনটেইনার পরিবহনকারী গাড়ির শ্রমিকদের কর্মবিরতি। তাই রপ্তানি পণ্যবাহী কনটেইনার বন্দরে নেওয়া যাচ্ছে না। আজ শনিবার সকাল ছয়টা থেকে এই কর্মবিরতির ডাক দেয় চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়ন।

রপ্তানি পণ্য কনটেইনারে বোঝাই করে চট্টগ্রামের ১৮টি কনটেইনার ডিপো থেকে বন্দর নিয়ে জাহাজে তুলে দেওয়া হয়। ডিপো থেকে বন্দরে নেওয়া হয় এসব গাড়িতে করে। এসব গাড়ির শ্রমিকেরা কর্মবিরতি পালন করায় রপ্তানি পণ্য পরিবহনও বন্ধ হয়ে গেছে।

কর্মবিরতি আহ্বানকারী সংগঠনের সাধারণ সম্পাদক আব বকর সিদ্দিকী বলেন, একটি পরিবহন কোম্পানি কোনো কারণ ছাড়াই ৩৬ জন শ্রমিককে চাকরিচ্যুত করেছে। এর প্রতিবাদে এবং শ্রমিকদের নিয়োগপত্র প্রদানের দাবিতে এই কর্মবিরতি ডাকা হয়েছে।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন