ঢাকা | শুক্রবার
৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বিসিসিআই সভাপতি পদে মেয়াদ বাড়ছে সৌরভের

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি হিসেবে সৌরভ গাঙ্গুলির মেয়াদ আরও বাড়তে যাচ্ছে। জানা গেছে, গতকাল শুক্রবার  সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, করোনার কারণে আগামী ৩০ সেপ্টেম্বর বোর্ডের বার্ষিক সাধারণ সভা স্থগিত করা হচ্ছে। কবে হবে, পরে তা জানিয়ে দেওয়া হবে।

তবে সাধারণ সভা না হওয়ার অর্থ, নির্বাচন নিয়ে কোনো আলোচনাই হবে না। সুতরাং টিম সৌরভের মেয়াদ আরও অনেকটা বেড়ে গেল।

ভারতীয় বোর্ড তামিলনাড়ু সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টে নথিভুক্ত। যার নিয়ম অনুযায়ী, প্রতি বছর ৩০ সেপ্টেম্বরের মধ্যে বার্ষিক সভা করে ফেলতে হয় বোর্ডকে। কিন্তু এবার করোনা প্রাদুর্ভাবের জন্য তা তিন মাস পর্যন্ত পিছনোর অনুমতি দেওয়া হয়েছে।

 গুঞ্জন রয়েছে ডিসেম্বরের আগে বোর্ড সাধারণ সভা হওয়ার কোনো সম্ভাবনা নেই। যার অর্থ, সৌরভরা আপাতত থাকছেন। তা ছাড়া আদালতেও ‘কুলিং অফে’র ব্যাপারটা এখনও বিচারাধীন।

ইতোমধ্যে বোর্ডের ক্ষমতাসীন প্যানেলের মেয়াদ আরও ৫ বছর বাড়ানোর জন্য আবেদনও করা হয়েছে আদালতে। সুতরাং, সেসবের ফয়সালা না হওয়া পর্যন্ত নিশ্চিন্তে থাকতে পারেন সৌরভ।

সংবাদটি শেয়ার করুন