ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আবারও শিমুলিয়া ফেরিঘাটে ভাঙন

সম্প্রতি আবার মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ফেরিঘাট এলাকায় ভাঙন দেখা দিয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯দিকে শিমুলিয়া ৩ নম্বর রো রো ফেরিঘাট এলাকার একটা অংশ নদীতে ভেঙে পড়ে।

জানা গেছে, শিমুলিয়া ৩ নম্বর রো রো ফেরিঘাট এলাকার পদ্মা হোটেল নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানসহ বড় একটি অংশ নদীগর্ভে বিলিন হয়ে গেছে। এমন পরিস্থিতিতে আবারও ভাঙনের আশঙ্কায় রয়েছে শিমুলিয়া ৩ নম্বর রো রো ফেরিঘাটটি।

এই ব্যাপারে বিআইডব্লিটিসির একাধিক কর্মকর্তা বলেন, এর আগে জুলাই এবং আগস্ট মাসে দুই দফা পদ্মার ভাঙনে শিমুলিয়া ৩ ও ৪ নং ফেরিঘাট দুটির পল্টুনের অ্যাপ্রোচ সড়কসহ প্রায় সাড়ে ৭ একর ভূমি নদীতে বিলীন হয়ে যায়। পরে সড়ক সংস্কার করে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়।

এদিকে নাব্যতা সংকটে গেল ৩ সেপ্টেম্বর থেকে টানা ৯ দিন কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ছিল। গতকাল শুক্রবার বিকেলেই সীমিত আকারে শুরু হয় ফেরি চলাচল। ফলে নাব্যতা সংকটে তা ব্যাহত হচ্ছে।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন