ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সাহিত্যের পরিধি বিস্তারে সপ্তদ্বীপা’র সাহিত্য আসর অনুষ্ঠিত

সবার মাঝে সাহিত্যের পরিধি বিস্তার করতে সম্প্রতি পাইকগাছায় সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের পাক্ষিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে।

এদিকে, শুক্রবার (১১ই সেপ্টেম্বর) সকাল ১১টায় খুলনার পাইকগাছার নতুন বাজারস্থ সপ্তদ্বীপা সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সাহিত্য আসরে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান।

এছাড়াও সাহিত্য আসরে কবিতা, ছড়া, প্রবন্ধ ও গল্প পাঠে অংশগ্রহন করেন, ছড়াকার এ্যাড. শফিকুল ইসলাম কচি, লেখক ও কবি নলিনী কান্ত সানা, শিক্ষিকা অঞ্জলী রানী শীল, কবি মাধুরী রাণী সাধু, রোজী সিদ্দিকী, চিত্ত মন্ডল, ফারজানা আক্তার ময়না, অভিজিৎ রায় প্রমুখ।

আনন্দবাজার/শাহী/ইমদাদ

সংবাদটি শেয়ার করুন