অবশেষে আফগানিস্তানের তালেবান সেদেশের যুদ্ধ ও সহিংসতা বন্ধের লক্ষ্যে সরকারের সঙ্গে সরাসরি আলোচনায় বসার জন্য নিজের সম্মতির কথা ঘোষণা দিযেছেন।
জানা যায়, কাতারে তালেবানের রাজনৈতিক দপ্তরের মুখপাত্র মোহাম্মাদ নাঈম ওয়ারদাক তাঁদের এ প্রস্তুতির কথা ঘোষণা দিয়েছেন।
গতকাল (বৃহস্পতিবার) বিবৃতির মাধ্যমে নাঈম বলেন, কাতারে অর্জিত সমঝোতা অনুযায়ী আফগান সরকারের সঙ্গে আলোচনায় বসতে তালেবান প্রস্তুত আছে। নাঈম জানান, আফগানিস্তানের জাতীয় স্বার্থ ও ইসলামি মূল্যবোধ রক্ষার কারার উদ্দেশ্যে তালেবান সারাদেশে শান্তি ও প্রকৃত ইসলামি শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়।
এদিকে আফগানিস্তানের দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট সুরুর দানিশ বলেন, তালেবান নেতাদের সঙ্গে আলোচনায় বসতে সব প্রতিবন্ধকতা দূর করেছে কাবুল সরকার। কাজেই সরকার আশা করছে তালেবান যত তাড়াতড়ি সম্ভব আলোচনার টেবিলে ফিরে আসবে।
আনন্দবাজার/এম.কে