ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কর ফাঁকির অভিযোগে আটক মশার কয়েলের ট্রাক

কর ফাঁকির অভিযোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে মশার কয়েল পরিবহনকারী একটি ট্রাক আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। কয়েলগুলো শারমিন কেমিক্যাল ওয়ার্কস নামক একটি প্রতিষ্ঠানের। আটককৃত ট্রাকটিতে ১৪৪ কার্টন সোনালী ব্রান্ডের মশার কয়েল পাওয়া গেছে। 

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভ্যাট গোয়েন্দার দল গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে নারায়ণগঞ্জের মিজমিজি এলাকায় ট্রাকের গতিরোধ করে কাগজপত্র যাচাই করে দেখতে পায় যে বহনকৃত পণ্যের ভ্যাট না দিয়ে কারখানা থেকে বের করা হয়েছে। জব্দকৃত ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো শ ১১-১৩৪৪। ট্রাকটিতে একটি ভুয়া ভ্যাট চালান ছিল। জব্দ ট্রাক ও পণ্য ঢাকার পূর্ব ভ্যাট কমিশনারেটে জমা করা হয়েছে।

তিনি আরো বলেন, পণ্যের মূল্য ও ভ্যাট ফাঁকির পরিমাণ নির্ণয় করে ভ্যাট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন