শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

‘পরিস্থিতি স্বাভাবিক হলে শূন্যপদ দ্রুত পূরণের উদ্যোগ নেওয়া হবে’

পরিস্থিতি স্বাভাবিক হলে সরকারি সব শূন্যপদ দ্রুত পূরণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। সরকারি শূন্যপদ দিন দিন বেড়ে চলা নিয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এক প্রশ্নের জবাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, প্রতিনিয়ত সরকারি পদ সৃষ্টি হয়। সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গেই নিয়োগ সম্পন্ন হয় না। দ্বিতীয়ত, চাকরির পদ শূন্য হলে সেখানে নিয়োগ দিতে কিছু সময় লাগে। এখন করোনার কারণেও অনেক নিয়োগ আটকে গেছে। পরিস্থিতি স্বাভাবিক হলে সব শূন্যপদ দ্রুত পূরণের উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, প্রতিটি নিয়োগ প্রক্রিয়ায় যে সময় লাগে তা আরও কমিয়ে আনার পরিকল্পনা রয়েছে। করোনার সময় ডাক্তার, নার্সসহ মেডিক্যাল টেকনোলজিস্টদের নিয়োগ ইতিহাসের সবচেয়ে দ্রুত গতিতে হয়েছে। আগামী দিনে এ থেকে শিক্ষা নিয়ে কাজ করব আমরা।

আনন্দবাজার/ডব্লিউ এস

আরও পড়ুনঃ  ৬৯ বছরেও রাষ্ট্রীয় স্বীকৃতি পায়নি রাঙ্গুনিয়ার ভাষা সৈনিক আবুল কালাম

সংবাদটি শেয়ার করুন