ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ওয়ানস্টপ সার্ভিস চালুর নির্দেশ শিল্পমন্ত্রীর

সম্প্রতি কাগজে-কলমে নয়, বাস্তবেই বিসিক শিল্পনগরীগুলোতে ওয়ানস্টপ সার্ভিস চালুর নির্দেশ দিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি জানান, দেশের ৭৬টি বিসিক শিল্পনগরীতে উদ্যোক্তারা যাতে সহজে এবং অল্প খরচে দ্রুত সেবা পান, সেটি নিশ্চিত করতে হবে। শিল্প খাতে স্থানীয় এবং বিদেশি বিনিয়োগ বাড়াতে এক ছাদের নিচে শিল্প স্থাপনের সকল ধরনের সেবা দিতে হবে।

জানা গেছে, গতকাল বিসিকের ৭৬টি বিসিক শিল্পনগরীতে ওয়ানস্টপ সেবা চালুর লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নধর্মী দুই দিনব্যাপী ‘নাগরিক সেবা উদ্ভাবন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আদেশ দেন। ভার্চুয়ালি এ কর্মশালা আয়োজন করা হয়। ওই কর্মশালায় বিসিক পরিচালক (দক্ষতা ও প্রযুক্তি) ড. আবদুস ছালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিসিক চেয়ারম্যান মোসতাক হাসান। এতে দেশের সকল শিল্পনগরী কর্মকর্তা, জেলা পর্যায়ে কর্মকর্তা এবং বিসিক পরিচালনা পর্ষদের সদস্যরা অনলাইনে সংযুক্ত ছিলেন।

এই ব্যাপারে শিল্পমন্ত্রী আরও বলেন, বিসিকের মাধ্যমে ইতোমধ্যে গ্রামগঞ্জে হাজার হাজার শিল্প কারখানা স্থাপিত হয়েছে। এ জন্যই দেশের শিল্প খাত জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। করোনাকালীন বিসিকের কার্যক্রমের প্রশংসা করে শিল্পমন্ত্রী জানান, করোনার প্রাদুর্ভাবের শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ৩১ দফা নির্দেশনার আলোকে স্বাস্থ্যবিধি অনুসরণ করে বিসিক শিল্পনগরীর কারখানাগুলো চালু রাখা হয়েছে। এসব শিল্প ইউনিটে ভোগ্যপণ্য উৎপাদন, মাঠে লবণ চাষ, লবণ মিলগুলোতে আয়োডিনযুক্ত লবণ উৎপাদন এবং সাভার চামড়া শিল্পনগরীর ট্যানারিতে চামড়া প্রক্রিয়াজাত অব্যাহত রয়েছে।

তিনি বিসিক শিল্পনগরীগুলোতে উৎপাদনের ধারা অব্যাহত রাখতে সর্বোচ্চ পেশাদারিত্ব এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের পরামর্শ দেন।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন