ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ফের বৈরুতের বন্দরে ভয়াবহ আগুন

এক মাস আগের ভয়াবহ বিস্ফোরণের ক্ষত শুকাতে না শুকাতেই ফের বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে লেবাননের রাজধানী বৈরুতে। নতুন করে এই অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আকারে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আজ বৃহস্পতিবার বৈরুতের বন্দরে তেল এবং টায়ারের একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা নিশ্চিত করেছে। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, একটি গুদামঘরে আগুন লেগেছে। ওই গুদামে তেল ও টায়ার রাখা হতো। আগুন নেভাতে দমকলকর্মীরা এখনও কাজ করে যাচ্ছে।

এর আগে গত ৪ আগস্ট বৈরুতের বন্দরের কাছে একটি রাসায়নিক গুদামে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ছিল। সেখানে একটি গুদামে মজুদ থাকা প্রায় ৩ হাজার টন অ্যামোনিয়াম নাইট্রেট থেকে ওই বিস্ফোরণটি ঘটেছে বলে জানিয়েছে লেবাননের সরকার।

লেবাননের ইতিহাসে অন্যতম ভয়াবহ ওই বিস্ফোরণে ১৯০ জনের বেশি মানুষের নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছিল  প্রায় সাড়ে ৬ হাজার মানুষ।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন