ঢাকা | শনিবার
১৯শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৩রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

বিতর্কের মুখে আইপিএল

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসর শুরু হতে এখনো এক সপ্তাহের বেশি বাকি। তবে ব্যাটে-বলের লড়াই মাঠে গড়ানোর আগেই বিতর্কের মুখে পড়ল আইপিএল। অভিযোগ উঠেছে এবারের টুর্নামেন্টের থিম সং নাকি অন্যের গান থেকে চুরি করা হয়েছে।

গত রবিবার এক টুইট বার্তায় এই মৌসুমের থিম সং প্রকাশ করে আইপিএল কর্তৃপক্ষ। ‘আয়েঙ্গে হাম ওয়াপাস’ শিরোনামে গানটিতে বর্তমান করোনাভাইরাসের পরিস্থিতির আলোকে বানানো হয়েছে। কর্তৃপক্ষের বিশ্বাস করে, এবারের আসরের মাধ্যমে ভারতে কিছুটা হলেও করোনার ভয় কমবে। তবে গানটি প্রকাশ করার পরই বিতর্ক শুরু হলো।

দিল্লির র‍্যাপ গায়ক কৃষ্ণ কাউল অভিযোগ তুলেছেন গানটি চুরি করে বানানো হয়েছে। ‘দেখ কউন আয়া ওয়াপাস’ নামে ২০১৭ সালে একটি গান প্রকাশ করেছেন বলে দাবি জানান তিনি। আর সেই গানের কথা ও সুর দিয়েই নাকি বানানো হয়েছে আইপিএলের থিম সং।

টুইট বার্তায় র‍্যাপ গায়ক লিখেছেন, “আমার ‘দেখ কউন আয়া ওয়াপাস’ গান থেকে চুরি করে এবারের মৌসুমের থিম সং ‘আয়েঙ্গে হাম ওয়াপাস’ বানিয়েছে আইপিএল। আর এ জন্য কোনো অনুমতি দেওয়া হয়নি, কৃতজ্ঞতা স্বীকার করা হয়নি।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন