রাজশাহীর সাবেক নন্দীপুকুর হড়গ্রাম কাঁচাবাজার স্থাপনের নামে মানুষকে বসতভিটা থেকে উচ্ছেদ নয় ফাঁকা স্থানে কাঁচাবাজার নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় রাজশাহী কোর্ট স্টেশন রাস্তায় ‘পশ্চিমাঞ্চলের সচেতন এলাকাবাসী’র ব্যনারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন- গত মার্চ মাসে এই এলাকায় কাঁচাবাজার করা হবে বলে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) পক্ষ থেকে মাপামাপি হয়েছে।
এমন অতঙ্কে মানববন্ধন থেকে দাবি জানানো হয়- ফাঁকা স্থানে কাচাবাজার নির্মাণের। তারা বলেন, এই এলাকায় শতাধিকের বেশি ঘর-বাড়ি রয়েছে। ফলে এই জাগায় কাঁচাবাজারের নামে অধিগ্রহণ করা হলে মানুষগুলো ক্ষতিগ্রস্থ হবে। ফলে তারা আশে-পাশে জায়গা কিনে বাড়ি করতে পারবে না। এর আগে কোর্ট অক্টয়ী মোড় থেকে লিলি সিনেমা হল পর্যন্ত ৬৪ ফুট প্রসস্থ রাস্তা হয়। এসময় প্রাায় ৫০টির বেশি ঘরবাড়ি এই রাস্তায় পড়ে।
ফলে বাড়িঘরগুলো অধিগ্রহণ করা হলেও যে পরিমান ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল তার পরে অনেক কষ্ট আবার ঘরবাড়ি নির্মাণ করেছে তারা। এমন অবস্থায় আবার অধিগ্রহণ করা হলে ক্ষতিগ্রস্থ হবেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন, শিক্ষক নেতা শফিকুর রহমান বাদশা। এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, সাব্বির হোসেন উল্লাস প্রমুখ। সঞ্চালনা করেন, শামীম হাসান রকি।
আনন্দবাজার/এইচ এস কে/এম এস আই