ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু

 উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুলালী বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের তেলীপাড়া গ্রামে। নিহত ব্যক্তি ওই গ্রামের মৃত আবুল হোসেনের স্ত্রী ।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে দুলালী বেগম ঝিঙ্গা শাক তুলতে গিয়ে বিদ্যুতের টানা লাইনে স্পৃষ্ট হয়ে পানিতে পড়ে যায়। এসময় বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ধরণীবাড়ী ইউ‌পি চেয়ারম‌্যান আ‌মিনুল ইসলাম ফুলু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আনন্দবাজার/এইচ এস কে/ এইচ আর এস

সংবাদটি শেয়ার করুন