ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

গ্রেফতার হলো ‘আন্তর্জাতিক নারী পাচারকারী’ চক্রের হোতা

সম্প্রতি ‘আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের’ এক হোতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল বুধবার ভোরে ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে বিদেশে পাচারের চেষ্টাকালে সাভারের আমিনবাজার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে সিরাজুল ইসলাম (৪২) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, এ সময় ভুক্তভোগী তিন নারীকেও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার সিরাজুল ইসলাম যশোরের অভয়নগর থানার রাজারঘাট গ্রামের আব্দুল আজিজ বিশ্বাসের ছেলে। অপরদিকে উদ্ধার হওয়া নারীরা হলেন সাভারের কাউন্দিয়া ইউনিয়নের লিমা আক্তার (২২), প্রিয়াংকা (২৯) এবং তাসলিমা আক্তার আন্নি (২৭)।

এই ব্যাপারে র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার উনু মং জানান, দীর্ঘদিন যাবতই অসহায় নারীদের বিদেশে উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের প্রধান সিরাজুল ইসলাম ভারতসহ বিশ্বের নানা দেশে তাদের পাচার করে আসছিল। কয়েকজন ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তাকে ধরতে মাঠে নামে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ভোরে আমিন বাজার থেকে তিন নারীকে ভারতে পাচারের উদ্দেশে গাড়িতে ওঠানোর সময় সিরাজুলকে গ্রেপ্তার করা হয়।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন