অস্ট্রেলিয়ার সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটা দুর্দান্ত খেলেছেন ইংলিশ ব্যাটসম্যান ডেভিড মালানের। আর এতে করেই পাকিস্তানের বাবর আজমকে হটিয়ে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিয়ের শীর্ষে উঠে গেলেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জিতেছে ইংল্যান্ড। তিন ম্যাচের সিরিজে একটি ফিফটিসহ ১২৯ রানের দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদেই এমন উন্নতি হয়েছে মালানের।
গত নভেম্বরে টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা অবস্থানে (দ্বিতীয়) উঠেছিলেন ৩৩ বছর বয়সী মালান। অবশেষে এবার উঠে গেলেন শীর্ষে। দুই নম্বরে নেমে যাওয়া পাকিস্তান অধিনায়ক বাবর আজমের চেয়ে ৮ রেটিং পয়েন্ট এগিয়ে আছেন মালান।
এদিকে, দল হারলেও দারুণ একটি সিরিজ কাটিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারোন ফিঞ্চ। তিন ম্যাচে ১২৫ রান করে তৃতীয় র্যাঙ্কিয়ের অবস্থান ধরে রেখেছেন তিনি।
আনন্দবাজার/এম.কে