অপ্রদর্শিত অর্থের বিনিয়োগে ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের পুঁজিবাজার। অপ্রদর্শিত অর্থ বিনিয়োগে ব্যাপক সাড়া পাওয়ার তথ্য দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও শেয়ারবাজার। শেয়ারবাজারে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগের পাশাপাশি নতুন ব্যবস্থাপনার কল্যাণে সরব হয়ে উঠেছেন সাধারণ বিনিয়োগকারীরা। ক্ষুদ্র বিনিয়োগকারীদের সঙ্গে বাজারে বিনিয়োগ হচ্ছে বড় পুঁজিও।
গত কয়েকদিন ধরেই হাজার কোটি টাকা ছাড়িয়ে যাচ্ছে শেয়ারেরবাজারের লেনদেন। আর বাজারে আস্থা ফেরায় সম্প্রতি বিপুলসংখ্যক নতুন বিনিয়োগকারী ফিরে এসেছেন। তাদের বিনিয়োগে আস্থা ধরে রাখতে কাজ করে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
এ প্রসঙ্গে পুঁজিবাজার বিশ্লেষক ও প্রবীণ অর্থনীতিবিদ অধ্যাপক ড. আবু আহমেদ বলেন, অনেকের কাছে নগদ টাকা আছে। যে অর্থ এত দিন অপ্রদর্শিত ছিল। এরই একটা অংশ হয়তো এখন বিনিয়োগ হচ্ছে শেয়ারবাজারে। এটা অনেক ভালো দিক।
দীর্ঘদিনের মন্দার সঙ্গে করোনা প্রাদুর্ভাব শুরু হলে লেনদেন বন্ধ থাকে ৬৬ দিন। পরে সীমিত আকারে লেনদেন শুরু হয় জুন মাসে। শুরুতে লেনদেনের হার নেমে আসে ৫০ কোটি টাকার নিচে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ফ্লোর প্রাইস নির্ধারণ করে দেওয়া হয়। এ নিয়মে নির্দিষ্ট পরিমাণ দর নির্ধারণ করে দিয়ে চালু হয় লেনদেন। ফলে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত বেড়েছে। শেয়ারের দর বৃদ্ধিতে এ সময় ডিএসইর মোট বাজার মূলধন বেড়েছে প্রায় ৬০ হাজার কোটি টাকা। চাঙ্গা মেজাজে ফেরায় পুঁজিবাজারে বাড়ছে বিদেশি বিনিয়োগের পরিমাণও।
এক মাসের ব্যবধানে জুলাই মাসের ১৫ দিনের তুলনায় আগস্ট মাসের ১৫ দিনে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ৯১ শতাংশ। ২০১৯ সালের একই সময়ের তুলনায় যা ৮৯ শতাংশ বেশি। চলতি মাসের প্রথমার্ধে বিদেশি বিনিয়োগকারীরা ৪৫৫ কোটি ৮৮ লাখ ৮০ হাজার টাকার লেনদেন করেছেন, যার পরিমাণ জুলাইয়ের প্রথমার্ধে ছিল ২৩৮ কোটি ৬৩ লাখ টাকা।
এ প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, শেয়ারবাজার ঘুরে দাঁড়িয়েছে। শেয়ারবাজারে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগে সাড়া পাওয়া গেছে। কারণ চলতি ২০২০-২১ অর্থবছর অপ্রদর্শিত অর্থের বিনিয়োগে সব প্রতিষ্ঠানকেই দায়মুক্তি দেওয়া হয়েছে। কোনো প্রতিষ্ঠানই এ আইনের আলোকে কোনো প্রশ্ন করতে পারবে না।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক ও সাবেক সভাপতি রকিবুর রহমান বলেন, শেয়ারবাজারে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের ভালো সাড়া পড়েছে। একটা জোয়ার সৃষ্টি হচ্ছে। বাজার দিন দিন চাঙ্গা ও গতিশীল হচ্ছে। বিনিয়োগকারীদের আস্থা বাড়ছে। বাজেটে অপ্রদর্শিত অর্থের মালিকদের সরকার প্রণোদনা দেওয়ায় বিনিয়োগ বাড়ছে।
আনন্দবাজার/ডব্লিউ এস