সম্প্রতি চূড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে খুলনার শিরোমণি শিল্প এলাকার ব্যক্তিমালিকানাধীন মহসেন জুট মিলের শ্রমিক-কর্মচারীরা খুলনা-যশোর মহাসড়কের শিরোমণিতে অবরোধ কর্মসূচি পালন করেছেন।
জানা গেছে, গতকাল মঙ্গলবার সকাল ১০টায় এ কর্মসূচি শুরু হয়ে সাড়ে ১০টায় শেষ হয়। অবরোধ চলাকালে সড়কের দুপাশে ব্যাপক যানজট সৃষ্টি হয়।
এই ব্যাপারে মিলের শ্রমিক আছহাব উদ্দিন জানান, মিল মালিক সোমবার তথাকথিত সিবিএ নেতাদের সাথে নিয়ে মিলের প্রশাসনিক ভবনে আন্দোলনরত নেতাদের বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু আমরা জেলা প্রশাসক ও শ্রম পরিচালককে বাদ দিয়ে শ্রমিকের টাকা পরিশোধের ব্যাপারে মিল মালিকের নতুন ষড়যন্ত্রের ফাঁদে পা না দিয়ে মিল মালিকের প্রস্তাব প্রত্যাখ্যান করেছি।
এ ছাড়া চূড়ান্ত পাওনা পরিশোধের ব্যাপারে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে আগামী শুক্রবার জনসভার মাধ্যমে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
আনন্দবাজার/এইচ এস কে




