কেশবপুর পৌরসভার বাজিতপুর গ্রামের ভূমিহীন প্রতিবন্দী দম্পতিকে জমির নাম পত্তনের রেকর্ড হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান ভূমিহীন প্রতিবন্দী দম্পতির কন্যা সুমীর হাতে ৩ শতক জমির নাম পত্তনের রেকর্ড হস্তান্তর করেন ।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার সাবেক কাউন্সিলর মনোয়ার হোসেন মিন্টু, নয়ন দাস, কেশবপুর প্রেসক্লাবের নবনির্বাচিত যুগ্ম-সাধারণ সম্পাদক উৎপল দে, লুইচ বিশ্বাস, জেমস অমল বৈদ্য, মানিক দাস প্রমূখ।
এরপর দুপুরে লুইস বিশ্বাসের পক্ষ থেকে ভূমিহীন প্রতিবন্দী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। নয়ন দাস বলেন কেশবপুর পৌরসভার বাজিতপুর গ্রামের ভূমিহীন প্রতিবন্দী দম্পতি নরিম গাজী ও শাহানারা বেগম কে ৩ শতক জমি দান করেন রেহানউদ্দীন রাজু নামে হৃদয়বান ব্যক্তি। তাদের একমাত্র কন্যা এইচএসসি পরীক্ষার্থী সুমীকে নিয়ে বসত বাড়ি গড়ে তোলার জন্য বাজিতপুর গ্রামে ৩ শতক জমি কিনে দেন।
আনন্দবাজার/শাহী/জাকির