ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

তিনটি নতুন ধানের জাত অনুমোদন

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) উদ্ভাবিত আরও তিনটি ধানের জাত অবমুক্তির অনুমোদন দিয়েছে সরকার। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) কৃষি মন্ত্রণালয়ের ন্যাশনাল সিড বোর্ডের (এনএসবি) ১০২তম সভায় এই অনুমোদন দেয়া হয়।

আউশ মৌসুমের জন্য ব্রি ধান-৯৮ এবং বোরো মৌসুমের লবণাক্ততা সহনশীল জাত হিসেবে ব্রি ধান-৯৭ ও ব্রি ধান-৯৯ চূড়ান্তভাবে অবমুক্তির অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া সভায় হাইব্রিড ধানের ছয়টি জাত ও গমের দুটি জাত অবমুক্তির অনুমোদন দেয়া হয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের বীজ উইংয়ের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আশ্রাফ উদ্দিন আহমেদ এ তথ্য জানান।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন