ব্রাজিল বিশ্বের শীর্ষ সয়াবিন উৎপাদনকারী ও রফতানিকারক দেশ। করোনাকালে ব্রাজিলের কৃষি খাতের জন্য সুখবর জানিয়েছেন ব্রাজিলিয়ান অ্যাসোসিয়েশন অব ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটির পূর্বাভাস অনুযায়ী, ২০২০-২১ মৌসুমে দেশটিতে সয়াবিন উৎপাদন আগের তুলনায় ১৩ কোটি টন ছাড়াতে পারে। একই মৌসুমে দেশটি থেকে কৃষিপণ্যটির রপ্তানি ছাড়াতে পারে ৮ কোটি টন।
প্রতিষ্ঠানটির পূর্বাভাস অনুযায়ী, ২০২০-২১ মৌসুমে ব্রাজিলে সব মিলিয়ে ১৩ কোটি ৫ লাখ টন সয়াবিন উৎপাদনের সম্ভাবনা রয়েছে, যা আগের মৌসুমের তুলনায় প্রায় ৫০ লাখ টন বেশি। দেশটির ইতিহাসে এটাই হবে সবচেয়ে বেশি সয়াবিন উৎপাদনের রেকর্ড। একই সময়ে ব্রাজিল থেকে আন্তর্জাতিক বাজারে আট কোটি টনের কিছু বেশি সয়াবিন রপ্তানি হতে পারে।
ব্রাজিলিয়ান অ্যাসোসিয়েশন অব ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজের প্রধান অর্থনীতিবিদ ড্যানিয়েল অ্যামারাল বলেন, ব্রাজিলে এবার সয়াবিন উৎপাদনের জন্য চমত্কার আবহাওয়া বিরাজ করছে। এতে কৃষিপণ্যটির ফলন বৃদ্ধি পেয়েছে, যা ২০২০-২১ মৌসুমে ব্রাজিলে রেকর্ড পরিমাণ সয়াবিন উৎপাদনের পেছনে প্রভাবক হিসেবে কাজ করবে।
আনন্দবাজার/ইউএসএস