ঢাকা | রবিবার
২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএনও’র উপর হামলার প্রতিবাদে টাঙ্গাইলে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার পিতা বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের উপর হামলার প্রতিবাদে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা মঞ্চ নাগরপুর উপজেলা শাখার আয়োজনে মানববন্ধন এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকালে উপজেলা পরিষদের প্রধান গেইট সংলগ্ন রাস্তায় এ মানববন্ধনের আয়োজন করে নাগরপুর মুক্তিযোদ্ধা মঞ্চ।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সুজায়েত হোসেন বলেন, উপজেলা নির্বাহী অফিসারের উপর হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি। এদেশে এখনও মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবার নিরাপদ নয়। এটা আমরা মুক্তিযোদ্ধারা কোন ভাবেই মেনে নিতে পারছি না। আমরা মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা চাই, দিতে হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, সাবেক ডেপুটি কমান্ডার এম এ মতিন ছামী সহ বীর মুক্তিযোদ্ধা নীরেন্দ্র কুমার পোদ্দার ও উপজেলার ১২ ইউনিয়নের মুক্তিযোদ্ধাবৃন্দ এবং উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মো. আজিজুল হক বাবু, সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম ফরিদ, সাংগঠনিক সম্পাদক তানভীর হোসেন তান্নাসহ উপজেলার ইউনিয়ন নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর রাতে ঘোড়াঘাট উপজেলা পরিষদ ক্যাম্পাসে ইউএনওর বাসভবনের ভেন্টিলেটর দিয়ে বাসায় ঢুকে ওয়াহিদা ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলীর ওপর হামলা হয়।

গুরুতর আহত ওয়াহিদাকে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছিল। বৃহস্পতিবার বিকালে হেলিকপ্টারে তাকে ঢাকার এনে নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। ওয়াহিদাকে প্রথমে রংপুরে ও পরে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়। বর্তমানে তিনি ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ৩ সেপ্টেম্বর রাতে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়।

এ ঘটনায় গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) হাকিমপুর উপজেলার কালীগঞ্জ থেকে স্থানীয় এক যুবলীগ নেতা আসাদুল ইসলামসহ তিনজনকে আটক করা হয়। আটক অপর দুজন হলেন নবীরুল ইসলাম ও সান্টু কুমার বিশ্বাস।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন