ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মাস্ক না পড়লেই কফিনে ঢুকিয়ে শাস্তি

ইন্দোনেশিয়ায় মাস্ক বা স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ব্যবহার না করলে জরিমানা ও শাস্তি দেয়ার নতুন নিয়ম চালু করা হয়েছে। নিয়মানুযায়ী শাস্তি হিসেবে উন্মুক্ত কফিনের ভেতরে এক থেকে ১০০ পর্যন্ত গণনা করতে হবে। এতে কমপক্ষে এক মিনিট তাদের অন্যায় কাজ নিয়ে অনুশোচনা করতে বলা হবে।

জাকার্তার এক কর্মকর্তা বলেন, করোনাভাইরাসে প্রতিদিন বিশ্বে বহু মানুষের মৃত্যু হচ্ছে। এতেও যদি মানুষ সচেতন না হয় তাহলে বিষয়টা খুবই দুঃখজনক হবে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, মাস্কের প্রতি মানুষের অনীহার এই সমস্যা নিরসনে ইন্দোনেশিয়ার রাজধানী  জাকার্তার পূর্বাঞ্চলীয় কালিসারি এলাকার কর্তৃপক্ষ কফিনে শোয়ানোর অভিনব কৌশলটি নিয়েছে।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন