শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

নভেম্বরের মধ্যে স্কুল খোলা না গেলে অটো প্রমোশন পাবে শিক্ষার্থীরা

‘স্কুলগুলো খুলা হলে বার্ষিক পরীক্ষা নেওয়া হবে, কিন্তু নভেম্বরের ভিতরে স্কুল খোলা সম্ভব না হলে এ বছর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে না।’

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম-আল-হোসেন জানিয়েছেন, করোনা পরিস্থিতির কারণে নভেম্বরের মধ্যে যদি প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা না যায়, তাহলে শিক্ষার্থীরা অটোমেটিক্যালি পরবর্তী ক্লাসে প্রমোশন পাবে।

রবিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, ‘নভেম্বর মাসের ভিতরে স্কুলগুলোতে শিক্ষা কার্যক্রম পুনরায় চালু করতে না পারলে শিক্ষার্থীদের পরবর্তী ক্লাসে অটমেটিক্যালি প্রমোশন দিতে হবে আমাদের।’

‘কীভাবে শিক্ষা কার্যক্রম শুরু করবে পারবে, সে বিষয়ে একটি পরিকল্পনা তৈরি করার জন্য আমরা প্রতিষ্ঠানগুলোকে বলেছি,’ বলে জানান তিনি।

সচিব আরও জানিয়েছেন, ‘স্কুলগুলো খুললে বার্ষিক পরীক্ষা নেওয়া হবে, কিন্তু নভেম্বরের মধ্যে স্কুল খোলা সম্ভব না হয়, তাহলে এ বছর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে না।’

আনন্দবাজার/এফআইবি

আরও পড়ুনঃ  ৩ বছর ধরে উধাও প্রধান শিক্ষিকা

সংবাদটি শেয়ার করুন