ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

একসঙ্গে কাজ করতে চুক্তিবদ্ধ হয়েছে পদ্মা অয়েল ও বেক্সিমকো

এলপিজির বাজার বৃদ্ধি করতে একসাথে কাজ করবে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অঙ্গ প্রতিষ্ঠান পদ্মা অয়েল ও বেক্সিমকো এলপিজি ইউনিট-১ লিমিটেড।

আজ রবিবার এ সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এলপিজির বাজার আরো বড় করতে একসাথে কাজ করার লক্ষ্যে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের (বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অঙ্গ প্রতিষ্ঠান) সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বেক্সিমকো এলপিজি ইউনিট-১ লিমিটেড। এর ফলে এখন থেকে পদ্মা অয়েলের নিবন্ধিত ফিলিং স্টেশনগুলোতে এলপিজি পাম্প স্থাপন ও অটোএলপিজি বিক্রি করতে পারবে বেক্সিমকো এলপিজি লিমিটেড।

এই চুক্তি স্বাক্ষর হয়েছে আজ বেলা ৩টায় কাওরান বাজারের বিটিএমসি ভবনে পদ্মা অয়েল কোম্পানির কার্যালয়ে।

বর্তমানে পদ্মা অয়েলের ৬৯৫টি ফিলিং স্টেশন আছে। চুক্তি অনুযায়ি পদ্মা ওয়েল কোম্পানি প্রতি লিটার এলপিজিতে ৫০ পয়সা রয়্যালটি পাবে। যা বেক্সিমকো এলপিজি কোম্পানি তাদের প্রতিষ্ঠিত অটোএলপিজি পাম্পের মাধ্যমে বিক্রি করবে। বেক্সিমকো এলপিজিকে ২০১৬ সালের শুরু দিকে অটোএলপিজি স্টেশনগুলোর জন্য জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ কর্তৃক ৫০০টি ফ্র্যাঞ্চাইজি লাইসেন্স দেয়া হয়।

চুক্তিপত্রে স্বাক্ষর করেন পদ্মা ওয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদুর রহমান ও বেক্সিমকো এলপিজির প্রধান নির্বাহী কর্মকর্তা মৃণাল রায়।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন