চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল কর্তৃপক্ষ বকেয়া গৃহকর বাবদ চট্টগ্রাম সিটি করপোরেশনকে ১ কোটি ২০ লাখ টাকা পরিশোধ করেছে।
আজ রবিবার চমেক হাসপাতালের উপপরিচালক ডা. আফতাবুল ইসলাম চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজনের হাতে চেকটি তুলে দেন।
এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের সচিব আবু সাহেদ চৌধুরী, প্রশাসকের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, চমেক হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শাহজাহান, চসিকের এস্টেট অফিসার মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী, উপ-কর কর্মকর্তা আবদুল মজিদ উপস্থিত ছিলেন।
চসিক প্রশাসক জানান, করোনাকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অনেক অবদান রেখেছে। চট্টগ্রাম বিভাগে এ হাসপাতালটি সাধারণ ও মুমূর্ষু রোগীদের যে চিকিৎসাসেবা দিচ্ছে তা অতুলনীয়।
তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সেবার মান আরও উন্নত এবং দালালদের দৌরাত্ম্য বন্ধ করার জন্য আহ্বান জানান।
প্রশাসক চট্টগ্রামে আরও কয়েকটি বিশেষায়িত সরকারি হাসপাতাল প্রতিষ্ঠার বিষয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।
আনন্দবাজার/এফআইবি