ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মাদক ব্যবসায় বাধা দেওয়ায় স্কুল শিক্ষককে হত্যা

দিনের পর দিন মাদকের অভায়রন্য হয়ে পড়ছে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা। সম্প্রতি গাজীপুরের শ্রীপুরে মাদক ব্যবসায় বাধা দেয়ায় এক স্কুল শিক্ষককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

গতকাল শনিবার রাতে (৫ সেপ্টেম্বর) বাড়ি থেকে স্কুল শিক্ষক কে ডেকে নিয়ে যায় তার সহযোগিরা পরে রবিবার সকাল ১১টায় উপজেলার বারোতোপা এলাকার লবলঙ্গ (বিলাইঘাটা) খালপাড় থেকে রাসেল হোসেন (২২) নামে স্কুল শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রাসেল হোসেন উপজেলার মাওনা সিংদীঘি এলাকার সুজন মিয়ার ছেলে ও স্থানীয় শিশু কানন কিন্ডারগার্টেনের শিক্ষক।

স্থানীয় পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে সিংদীঘি এলাকার বাক্কা মণ্ডলের ছেলে ইমারান হোসেন ও তার সহযোগিরা বাড়ি থেকে ডেকে নিলে আর ফিরে আসেনি রাসেল। সকালে স্বজনরা ইমরানের বাড়ি গিয়ে খোঁজ নিতে গেলে রাতে মাদক ব্যবসার বাধা দেয়ার কারণে মারধর করে রাসেলকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানায়।

ঠিক এর কিছুক্ষণ পরেই লবলঙ্গ খালের পাশে রাসেল মৃত দেহ উদ্ধার করে পুলিশ। শ্রীপুর থানার পরিদর্শক তদন্ত মনিরুজ্জআমন জানান, নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত ইমরান ও তার সহযোগীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আনন্দবাজার/শাহী/মহী

সংবাদটি শেয়ার করুন