শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

স্টেডিয়ামে মাস্ক পরতে ভুলে গিয়েছিলেন রোনালদো

উয়েফা নেশনস লিগে শনিবার রাতে শিরোপা ধরে রাখার মিশনে ২০১৮ বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল। তবে পায়ের সংক্রমণের কারণে মাঠে নামা হয়নি পর্তুগাল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর।

ফলে জাতীয় দলে জার্সিতে শততম গোলের মাইলফলক ছোঁয়ার অপেক্ষা আরও একটু বেড়ে গেল। এ কারণেই সাইড বেঞ্চে বসে সতীর্থদের খেলা উপভোগ করে ছিলেন পর্তুগাল অধিনায়ক।

তবে এই উপভোগ করতে গিয়েই এখন সংবাদ শিরোনামে তিনি। স্টেডিয়ামে বসে খেলা দেখার সময় মাস্ক পরতে ভুলে গিয়েছিলেন পর্তুগাল সুপারস্টার। আর এই ভুল শুধরে দিতে ম্যাচ অফিসিয়ালকেও উঠে আসতে হয়েছিল।

টিভি ক্যামেরায় ধরা পড়েছে ম্যাচের সময় দলের একজন নারী স্টাফ এসে সি আর সেভেন’কে  মনে করিয়ে দিচ্ছেন যে মুখে মাস্ক নেই। তবে ভুল বুঝতে পেরে দ্রুতই মাস্ক পরে নিয়েছেন পাঁচবারের ব্যালন ডি অরজয়ী মহা তারকা।

এ ম্যাচে অবশ্য খুব একটা সমস্যা হয়নি রোনালদোর অনুপস্থিতিতে। জোয়াও ক্যান্সেলো, ডিয়েগো হোতা, জোয়াও ফেলিক্স এবং আন্দ্রে সিলভার গোলে ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে তারা।

আনন্দবাজার/এম.কে

আরও পড়ুনঃ  চোট কাটিয়ে ক্যাম্প ন্যুয়ের অনুশীলনে মেসি

সংবাদটি শেয়ার করুন