ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএমডব্লিউ কিনলেন চিত্রনায়িকা তানহা তাসনিয়া

বিএমডব্লিউ গাড়ি কিনেছেন চিত্রনায়িকা তানহা তাসনিয়া। গতকাল শুক্রবার নিজের ফেসবুকে গাড়ি কেনার খবরটি প্রকাশ করেন এ নায়িকা। ফেসবুকে লিখেন ‘মাই নিউ কার, মাই নিউ বেবি।’

যদিও সাম্প্রতিক সময়ে চলচ্চিত্র জগতে তাকে নিয়ে তেমন আলোচনা না থাকলেও নায়িকার গাড়ি কেনার বিষয়টি শোবিজপাড়ায় নতুন আলোচনার জন্ম দিয়েছে। তবে এসব নিয়ে মাথা ঘামাচ্ছেন না এ নায়িকা।

রফিক সিকদারের চলচ্চিত্র ভোলা তো যায় না তারে চলচ্চিত্রের মাধ্যমে শোবিজপাড়ায় পা রাখেন তানহা তাসনিয়া। ছবিতে তাঁর বিপরীতে ছিলেন চিত্রনায়ক নিরব। গল্প নির্ভর এই ছবিটি ‘হিট’ তকমা না পেলেও সমালোচকদের দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছিলো। যে কারণে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মে ছবিটি গ্রহণযোগ্যতা পায়।

তাছাড়া ২০১৬ সালে এ নাযিকার আরেকটি চলচ্চিত্র ধূমকেতু মুক্তি পেয়েছিল। চলচ্চিত্রটিতে তার বিপরীতে অভিনয় করেন শাকিব খান। এরই ধারবাহিকতায় ২০১৮ সালে তানহা তাসনিয়া অভিনীত চলচ্চিত্র ভালো থেকো মুক্তি পায়। এই চলচ্চিত্রে তিনি অভিনয় করেছিলেন আরেফিন শুভর বিপরীতে।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন