ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শেয়ারবাজারে পিই রেশিও বেড়েছে

পুঁজিবাজারে শেষ সপ্তাহে ডিএসইতে সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বৃদ্ধি পেয়েছে । গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে পিই রেশিও দশমিক ১২ পয়েন্ট বা দশমিক ৯২ শতাংশ বেড়েছে।

এ তথ্য জানা যায় ডিএসই সূত্রে ।

সূত্র জানান, আলোচ্য সপ্তাহে ডিএসইর পিই ছিল ১৩.১৮ পয়েন্টে। যা পূর্বের সপ্তাহে ছিল ১৩.০৬ পয়েন্ট।

সপ্তাহ শেষে ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৮.৪ পয়েন্টে। সাধারণ বিমা খাতের ১৫.৯ পয়েন্ট, আইটি খাতের ২০.৫ পয়েন্ট, পাট খাতের ৬০.৮ পয়েন্ট, বিবিধ খাতের ৩৩৯.৩ পয়েন্ট, কাগজ খাতের ৫৬.৮ পয়েন্ট, ওষুধ খাতের ১৭.৬ পয়েন্ট, সেবা-আবাসন খাতের ১৬.৪ পয়েন্ট, ট্যানারি খাতের ৭৯.২ পয়েন্ট, সিমেন্ট খাতের ৩১.২ পয়েন্টে, সিরামিকস খাতের ১৬৮.৯ পয়েন্টে, প্রকৌশল খাতের ১৯.৪ পয়েন্ট, আর্থিক খাতের ৩৭.৮ পয়েন্ট, খাদ্য খাতের ১৭.২ পয়েন্ট, জ্বালানি-বিদ্যুৎ খাতের ১৩.২ পয়েন্ট,টেলিকমিউনিকেশন খাতে ১২.৪ পয়েন্ট, বস্ত্র খাতের ১৭.২ পয়েন্ট ও ভ্রমণ-অবকাশ খাতের ২৭.৩ পয়েন্ট।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন