করোনা মহামারীতে সমগ্র বিশ্বের অর্থনীতি যখন স্থবির তখন ভারতের স্বর্ণ আমদানিতে উঠেছে নতুন ঝড়। বছরের শুরু থেকে ভারতের স্বর্ণ আমদানি বড় চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছিল।তবে পরিস্থিতির অবনতি হলেও চলতি বছরের আগস্টে দেশটিতে মূল্যবান ধাতুটির আমদানি বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে যা আট মাসের সর্বোচ্চে উঠেছে।
খাতসংশ্লিষ্টরা বলছেন, দিল্লির জুয়েলারি দোকানগুলোয় স্বর্ণের চাহিদা আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে ভারতীয়দের মধ্যে স্বর্ণে বিনিয়োগে আগ্রহ বাড়তে শুরু করেছে। মূলত এসব কারণে আগস্টে ভারতের বাজারে মূল্যবান ধাতুটির চাহিদা বেড়ে আমদানি চাঙ্গা হয়ে উঠেছে। তবে চলতি অর্থবছরে দেশটি থেকে মূল্যবান রত্নপাথর ও জুয়েলারি রফতানি ২৫-৩০ শতাংশ কমার সম্ভাবনা রয়েছে।
স্বর্ণের ভোক্তা ও আমদানিকারক দেশগুলোর বৈশ্বিক শীর্ষ তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। চলতি বছরের আগস্টে আন্তর্জাতিক বাজার থেকে ভারতীয় আমদানিকারকরা সব মিলিয়ে ৬০ টন স্বর্ণ আমদানি করেছেন। আগের বছরের একই সময়ে দেশটিতে মোট ৩২ দশমিক ১০ টন স্বর্ণ আমদানি হয়েছিল।
সেই হিসাবে, এক বছরের ব্যবধানে ভারতের বাজারে স্বর্ণ আমদানি বেড়েছে ২৭ দশমিক ৯ টন। গত আট মাসের মধ্যে আগস্টে মূল্যবান ধাতুটির আমদানি সবচেয়ে বেশি হয়েছে।
আনন্দবাজার/ইউএসএস