বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের প্রায় এক মাস পর গতকাল বৃহস্পতিবার ধ্বংসাবশেষের নিচ থেকে প্রাণের সন্ধান পেয়েছে চিলির একটি উদ্ধারকর্মী দল।
চিলির উদ্ধারকারী দলের একজন সদস্য আল জানিয়েছেন, অত্যাধুনিক স্ক্যানিং মেশিন ব্যবহার করে তারা ধ্বসে পড়া একটি ভবনের নিচে কোনো প্রাণের শ্বাসের সন্ধান পেয়েছেন। এটি সম্ভবত কোনো শিশুর শ্বাস।
ওই কর্মী আরও বলেন, তাদের ওই যন্ত্র দিয়ে ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে থাকলে তার হার্টের শব্দ ধরা পড়ে। প্রাথমিকভাবে প্রাণের সন্ধান পেয়েই আশপাশের সকলকে মোবাইল সুইচ অফ করতে বলা হয়। সকলকে শান্ত হতে বলা হয়। এর পর ধ্বংসস্তূপের আরও কাছে গিয়ে অনুসন্ধান চালানো হয়। তবে শুক্রবার সকাল পর্যন্ত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধারের চেষ্টা চলছে।
এ প্রসঙ্গে বিশেষজ্ঞরা বলছেন, এক মাস ধরে কেউ আটকে থাকলে বেঁচে থাকা মুশকিল। কিন্তু অনেক ক্ষেত্রে মিরাকলও ঘটে। এ ক্ষেত্রেও তেমনই কিছু ঘটেছে কি না তা দেখতে হবে।
গত আগস্ট ৪ আগস্ট বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে প্রায় ২০০ মানুষের মৃত্যু হয়। এবং আহত হয় ৫ হাজারের বেশি মানুষ।
আনন্দবাজার/টি এস পি