লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলএসি) উত্তেজনা কমাতে বৈঠকে বসতে যাচ্ছে ভারত ও চীন। এই বৈঠক শুক্রবার সন্ধ্যায় রাশিয়ার মস্কোতে হবে।
সামরিক স্তরে দফায় দফায় বৈঠক হলেও লাদাখ নিয়ে এখনও কোনো সমাধানে পৌঁছাতে পারেনি দুই দেশ। তাই সীমানাটিতে স্থিতাবস্থা আনতে প্রথমবারের মতো চেষ্টায় দুদেশের প্রশাসনিক কর্তারা।
রাশিয়ার মস্কোয় সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) বার্ষিক সম্মেলন চলছে। সেখানেই মুখোমুখি বৈঠকে বসছেন দুদেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ ও উই ফেঙ্গে। প্রকৃত নিয়ন্ত্রণরেখায় কীভাবে স্থিতাবস্থা ফিরিয়ে আনা যায়, তা নিয়ে আলোচনা হবে।
এই অবস্থায় আলাপ-আলোচনার মাধ্যমেই সীমান্তের বিষয়টি মীমাংসা করা প্রয়োজন বলে দু’তরফেই দাবি উঠেছিল। এ নিয়ে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ‘সীমান্তে যা ঘটবে, তার প্রতিফলন দেখা দেবে দ্বিপাক্ষিক সম্পর্কে। কূটনৈতিক পথেই সমাধান খুঁজতে হবে।’
রাজনাথ ও উই ফেঙ্গের বৈঠকের পর, আগামী ১০ সেপ্টেম্বর মস্কোয় চীনা বিদেশমন্ত্রী ওয়াং ই এর সঙ্গে বৈঠক করবেন এস জয়শঙ্করও।
আনন্দবাজার/ইউএসএস