রপ্তানি বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি করতে হলে অবশ্যই পণ্য বহুমুখীকরণ করতে হবে। চার পাঁচটি পণ্যের ওপর নির্ভর করে বাজারে টিকে থাকা ও বাজার ধরে রাখা সম্ভব নয় বলে মনে করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।
এজন্য, বহুমুখী রপ্তানিপণ্য প্রস্তুত ও উপযুক্ত বাজার খুঁজে বের করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা’কে একটি গবেষণা কাউন্সিল গঠনের পরামর্শ দিয়েছেন তিনি।
এসময় প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ ও শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, বাংলাদেশ অর্থনীতির দুর্যোগ মোকাবিলায় বেসরকারিখাতের শক্তির ওপর অনেকটা বেশি নির্ভর করে।
তিনি বলেন, করোনার কারণে বিশ্বের বেশিরভাগ দেশ যখন জিডিপির নেতিবাচক প্রবৃদ্ধির কবলে পড়েছে বাংলাদেশ তখন লক্ষ্যমাত্রা অর্জন (৮ শতাংশ) করতে না পারলেও ৫.২ শতাংশ ইতিবাচক প্রবৃদ্ধি অর্জন করেছে।
তবে, বিনিয়োগ উন্নয়ন বোর্ড আরও গতিশীল হলে এ ধরনের অর্জন আরও শক্তিশালী হবে বলেও আশার কথা জানান তিনি।
আনন্দবাজার/ইউএসএস