রাজধানীর বাজারগুলোতে প্রতিনিয়তই বাড়ছে ভোগ্যপণ্যের দাম। স্বস্তি মিলছেনা দামে। শীতের আগাম সবজি বাজারে এলেও বেশি দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। অন্যদিকে নতুন করে বেড়েছে ব্রয়লার মুরগি, পেঁয়াজ, আদা ও রসুনের দাম।
সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১০ টাকা পর্যন্ত। এছাড়া কেজিতে রসুনের দাম ২০ টাকা এবং আদার দাম ৩০ টাকা পর্যন্ত বেড়েছে।
শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজিতে ১২০ থেকে ১২৫ টাকা। যা গত সপ্তাহে ছিল ১১০ থেকে ১১৫ টাকার মধ্যে।
টাউনহলের ব্যবসায়ী বাবর বলেন, ঈদের পর থেকেই ব্রয়লার মুরগি কম দামে বিক্রি হচ্ছিল। এতো দিন আমরা ১১০-১১৫ টাকা কেজি বিক্রি করেছি। কিন্তু পাইকারিতে এখন ব্রয়লারের দাম অনেক বেড়ে গেছে। যে কারণে কেজি ১২৫ টাকায় বিক্রি করতে হচ্ছে।
গতবছর পেঁয়াজের কেজি ২৫০ টাকায় উঠেছিল। প্রায় দুই মাস ধরে দেশি পেঁয়াজের কেজি ৪০ থেকে ৪৫ টাকা ছিল। তবে এখন নতুন করে দাম বেড়ে তা ৫০ থেকে ৫৫ টাকা হয়েছে।
করোনাভাইরাসের প্রকোপের শুরুতে ভোগানো আদার দাম যেন আবার পাগলা ঘোড়ার মতো ছুটছে। দফায় দফায় দাম বেড়ে আদার কেজি আবার ২৫০ টাকায় উঠেছে। অবশ্য কোনো কোনো বাজারে ২০০ টাকা কেজিতেও আদা বিক্রি হচ্ছে। অথচ এক সপ্তাহ আগেও এসব বাজারে ১৭০ টাকা কেজিতে আদা বিক্রি হয়েছে।
দাম বাড়ার এ তালিকায় থাকা দেশি রসুনের কেজি ১০০ থেকে ১২০ টাকা হয়েছে, যা এক সপ্তাহ আগে ৮০ থেকে ৯০ টাকার মধ্যে ছিল। আর ৬০ থেকে ৭০ টাকা কেজি বিক্রি হওয়া আমদানি করা রসুনের দাম বেড়ে ৭০ থেকে ৮০ টাকা হয়েছে।
আনন্দবাজার/ইউএসএস