ঢাকা | মঙ্গলবার
২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ঝালকাঠিতে শিক্ষকদের নিয়ে যক্ষ্মা প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা

ঝালকাঠিতে জাতীয় যক্ষ্মা নিরোধ কমিটি জেলা শাখার উদ্যোগে মাধ্যমিক স্তরের শিক্ষকদের নিয়ে যক্ষ্মা প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ঝালকাঠি প্রেস ক্লাব মিলনায়তনে বৃহস্পতিবার সকাল ১০টা অনুষ্ঠিত মতবিনিময় নাটাব জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম তালুকদার সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আবুয়াল হাসান। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি জেলা ব্র্যাক প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম।

মতবিনিময় সভায় ৩০জন শিক্ষক অংশগ্রহণ করেছেন। নাটাব ফিল্ড অফিসার মোঃ নাসিম উদ্দিন কর্মশালার সার্বিক তত্তাবধান করেন। ঝালকাঠি জেলায়া এ পর্যন্ত ৫২৪ জন যক্ষ্মা রোগে আক্রান্ত হয়েছে বর্তমানে ২জন চিকিৎসাধীন রয়েছে। ব্র্যাক প্রতিমাসে জেলায় ৭০০-১০০০ ব্যক্তির কফ পরীক্ষা করছে। ঝালকাঠি জেলায় এই রোগের সুস্থ্যতার হার ৯৫%।

আনন্দবাজার/শাহী/বাঁধন

সংবাদটি শেয়ার করুন