ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সূচক বাড়লেও লেনদেন কমেছে ডিএসইতে

সপ্তাহের শেষ কার্যদিবস আজ বৃহস্পতিবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচক বাড়লেও কমেছে লেনদেনের পরিমাণ। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণও।

লেনদেনের শুরুতেই এদিন শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী আভাস পাওয়া যায়। পাশাপাশি বড় অঙ্কের লেনদেনেরও আভা মেলে। লেনদেনের শুরুতেই ডিএসইতে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ে।

লেনদেনের প্রথম ২৫ মিনিটেই ডিএসইর প্রধান সূচক ৩৭ পয়েন্ট বেড়ে যায়। দিনের লেনদেনের শেষে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৩৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯২৭ পয়েন্টে উঠে এসেছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএসই-৩০ আগের দিনের তুলনায় দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭১৫ পয়েন্টে দাঁড়িয়েছে এবং ডিএসই শরিয়াহ্ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৪১ পয়েন্টে অবস্থান করছে।

লেনদেন শেষে ডিএসইতে অংশ নেয়া ২২১ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। দাম কমেছে ১০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দাম। সারাদিনে ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৯৩ কোটি ৮৮ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএএসপিআই বেড়েছে ৮৭ পয়েন্ট। লেনদেন হয়েছে ৩২ কোটি ৩১ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ২৭৫টি প্রতিষ্ঠানের মধ্যে ১৬৮টির দাম বেড়েছে, ৭৩টির দাম কমেছে এবং ৩৪টির দাম অপরিবর্তিত রয়েছে।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন