কুমিল্লা থেকে লাকসাম রোডে বিপুল পরিমাণ বায়ূ দুষণ হচ্ছ। বিশেষকরে রাস্তায় বড় বড় গত থাকায় সমান্য বৃষ্টি হলে পানি জমে যায় গর্তে। আবার রোদ পড়লে পানি শুকিয়ে একেবারে ধুলাবালি রূপান্তর হয।
বিশেষ করে করোনার কারনে যানবাহন চলাচল কিছুটা কম ছিল। কিন্তু গত ১লা সেপ্টেম্বর থেকে গণপরিবহন বেশি হারে চালাচলের কারনে বিপুল পরিমাণ বায়ূ দুষণ হচ্ছে। তাতে করে সাধারণ যাএী সহ গণপরিবহন আবস্থা হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশ। এমনিতে রাস্তার বেহাল অবস্থার তার উপর বাযূ দূষন। যদি কর্তৃপক্ষ গোটা প্রকল্পটি প্রথম থেকেই একটি প্যাকেজ হিসেবে নিত, তাহলে এসব সমস্যার দ্রুত সমাধান হতো।
ফেসবুকে দেখলাম রাস্তার কুমিল্লা অংশে কার্পেটিং চলছে কিন্তু মাঝখানে বিদ্যুতের খুঁটি ঠায় দাঁড়িয়ে আছে। সড়ক ও বিদ্যুৎ বিভাগ নিবিড় সমন্বয় করে কাজ করলে এসব সমস্যা হতো না। মুলত চার লইন রাস্তার কাজ ধীর গতিতে হওয়ার জন্য এই পরিস্থিত সৃষ্টি হয়েছ। মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের নির্দশ করেন অতি দ্রুত গতিতে কাজ শেষ করতে।
আনন্দবাজার/শাহী/জাবেদ