শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

অস্ট্রেলীয় যবের চালান স্থগিত করেছে বেইজিং

করোনাকালীন সময়ে চলতে থাকা চীন ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক অনেকটাই শীতল হয়ে উঠেছে । এর প্রভাব পড়েছে পণ্যের বাজারে। বিরোধের জের ধরে হঠাৎ অস্ট্রেলিয়া থেকে আমদানি করা যবের একটি চালান স্থগিত করেছে বেইজিং।

যদিও চীন বলছে, একাধিক চালানে ক্ষতিকারক পতঙ্গ পাওয়ায় অস্ট্রেলিয়া থেকে যব আমদানি স্থগিত করা হয়েছে।

চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের পক্ষ থেকে বলা হয়েছে, অস্ট্রেলিয়া থেকে আমদানি করা পরপর কয়েকটি চালানের যবে ক্ষতিকারক পতঙ্গ পাওয়া গেছে। এ বিষয়ে অস্ট্রেলিয়া সরকার ও দেশটির রফতানিকারকদের আগেই সতর্ক করা হয়েছিল। এর পরও সমস্যার সমাধান হয়নি।

তাই বাধ্য হয়েই অস্ট্রেলিয়ার বৃহত্তম কৃষিপণ্য রফতানিকারক প্রতিষ্ঠান সিবিএইচের কাছ থেকে আমদানির জন্য বুকিং দেয়া যবের চালান স্থগিত করা হয়েছে।

আনন্দবাজার/ইউএসএস

আরও পড়ুনঃ  মাওয়া আড়তে বৃদ্ধি পেয়েছে ইলিশের সরবরাহ ও দাম

সংবাদটি শেয়ার করুন