ঢাকা | বুধবার
১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

রাণীশংকৈলে নতুন করে আরও ৪ জন করোনায় আক্রান্ত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ২ সেপ্টেম্বর বুধবার নতুন করে আরও ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

আক্রান্তরা হলেন উপজেলার পৌরশহরের শান্তিপুর এলাকার সিয়াম (১৪), শাসসুনাহার (৪২), শিবদিঘী এলাকার রাসেল (২৮) এবং ধর্মগড় ইউনিয়নের চেংমারি গ্রামের মাহাবুব আলম (২৩)। আক্রান্তরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধানে নিজ বাড়িতে আইসোলেসনে চিকিৎসাধীন রয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ ফিরোজ আলম ও পরিসংখ্যানবিদ খালেকুজ্জামান চৌধুরী রাতে এ তথ্য নিশ্চিত করেন।

প্রসঙ্গত, এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা মোট-১১৯ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৯৫ জন, মারা গেছেন- ৩ জন এবং বাকীরা চিকিৎসাধীন রয়েছেন। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ চৌধুরী সকলকে সরকারি স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দেন।

আনন্দবাজার/শাহী/কবীর

সংবাদটি শেয়ার করুন