ঢাকা | সোমবার
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চুল পড়া ঠেকাতে কোন তেল ব্যবহার করবেন

চুলের স্বাস্থ্য ভালো রাখতে এবং চুল পড়া ঠেকাতে অনেকই বিভিন্ন ধরনের তেল ব্যবহার করে থাকে। তবে ক্যাস্টর অয়েল বা রেড়ির তেল ব্যবহার করলে চুল পড়া কমে। একই সঙ্গে চুলের গোড়াও মজবুত করে থাকে। এই তেল উচ্চ অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় মাথার ত্বক ও চুলে খুব ভালো কাজ করে থাকে।

চলুন জেনে নেই ক্যাস্টর অয়েল কেন ব্যবহার করবেন:

১. মাথার তালুতে নিয়মিত তেল ব্যবহার করলে চুল দ্রুত বাড়বে ও গোড়া মজবুত হবে। নারিকেল, জলপাই, কাঠবাদাম, আর্গন বা মরোক্কান তেলের সঙ্গে কয়েক ফোঁটা ক্যাস্টর অয়েল মিশিয়ে চুলে ব্যবহার করতে পারেন। আর যদি চুলে খুশকি থাকলে এতে কয়েক ফোঁটা টি ট্রি তেল মিশিয়ে নিবেন।

২. সাধারণত মাথার ত্বকের সংক্রমণের কারণে চুল পড়া, খুশকি ও চুলকানির সমস্যা হয়ে থাকে। ক্যাস্টর অয়েল এতে থাকা ব্যাকটেরিয়া এবং প্রদাহরোধী উপাদান ফাঙ্গাশের বিস্তার কমায়, ত্বক পরিষ্কার ও সংক্রমণমুক্ত রাখে।

৩. ক্যাস্টর অয়েল ব্যবহারে চুলের জটালোভাব দূর হবে। এছাড়াও চুলের রুক্ষতা ও আগা ফাটার সমস্যা দূর করে চুল মসৃণ করতে সাহায্য করে।

৪. এই তেল চুলের গোড়া উজ্জ্বীবিত করে চুলে মসৃণভাব আনে। এ ছাড়া চুলের আগাফাটার সমস্যা কমবে ও চুলের অকালপক্কতা দূর করবে।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন