চীনের সঙ্গে সীমান্ত উত্তেজনাকে কেন্দ্র করে ফের শতাধিক অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করল নরেন্দ্র মোদি সরকার। এর মধ্যে জনপ্রিয় গেমিং অ্যাপ পাবজিসহ (PUBG) মোট ১১৮টি চীনা অ্যাপ ব্যান করার সিদ্ধান্ত নিয়েছে ভারত।
ভারতের কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।
এদিকে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এ সকল অ্যাপ ভারতের সার্বভৌমত্বের পরিপন্থী। আর এ জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আনন্দবাজার/এম.কে